দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ আমরা কেবলমাত্র ফিজিক্যালি দোকানের মাধ্যমেই চাউল এর সেবা দিয়ে আসছি, বর্তমানে প্রতিটি কাজই যেহেতু সহজলভ্য হয়ে এসেছে এবং মানুষ এখন প্রতিটি ক্ষেত্রেই অনায়াসলভ্য টাকেই প্রাধান্য দিচ্ছে তাই আমরা এ উদ্যেগ টি নিয়েছি-যার ফলে আপনি খুব সহজেই ঘরে বসেই চাউল পেয়ে যাবেন।

কী কী চাউল পাবেন আমাদের কাছে?
বাজারের প্রায় সকল প্রকার চাউল-ই আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদেএ নিজস্ব ব্র্যান্ড এর কিছু চাউল পাবেন।

ডেলিভারি ফ্রী দিচ্ছি তার মানে কী চাউল এর দাম বেশি?
একদমই নয়! বরং বাজারের অন্যান্য দোকানের তুলনায় আমাদের কাছে পাবেন সব থেকে কম দামে সেরা মানের চাউল-
মনে রাখবেন- আমাদের এটি শুধুমাত্র অনলাইন ভিত্তিক ব্যবসা নয়, আমাদের পাবনার মধ্যে দোকান রয়েছে এবং এটি অনেক পুরাতন ব্যবসা, সুতরাং আমাদের উপর আপনি নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন।